ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রেফতার এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেছেন তার সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক।
ওই মামলায় বুধবার ভোরের দিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে গ্রেফতার করে থানায় আনা হয়। তাকে গ্রেফতারের খবরে দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তার সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। তারপরও আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তার সমর্থকরা। এসময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তিনি আরও বলেন, মৃদু লাঠিচার্জ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেফতার মতিকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলবে।