1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে সনাতনীদের বৃহৎ ধর্মীয় দুর্গোৎসব, চলছে ১৬৩ মন্ডপে প্রতিমা তৈরী

মোশাররফ হোসেন, বীরগঞ্জ ( দিনাজপুর )
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রচুর অর্থ ব্যয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ পুজা।

 

প্রবল উৎসাহ উদ্দিপনায় ঢাকঢোল পিটিয়ে উৎসবের আমেজে চলতি বছর দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১৬৩ মন্ডপে পূজার আয়োজন চলছে বলে নিশ্চিত করেছে পুজা উদযাপন কমিটি।

 

ইতোমধ্যে বিভিন্ন মন্দিরে মন্দিরে তৈরি করা হচ্ছে দূর্গা প্রতিমা। এগুলো বাঁশ-খড় ও মাটির প্রলেপ দিয়ে তৈরী করছে কারিগরেরা। কয় দিন পরেই রং-তুলিতে রাঙ্গিয়ে দৃষ্টিনন্দন করা হবে মুর্তিগুলো।

 

উপজেলার কোমরপুর গ্রামের পঞ্চানন রায়ের ছেলে বীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র জিৎ রায় তার নিজ এলাকা কুঙরপুর , বোয়ালমারী ও পৌর শহরের শিমূল তলা কলি মণ্ডপে কারিগর হিসেবে প্রতিমা তৈরি কাজ করছে।

 

জিৎ জানায়, সে শখের বসে প্রতিমা তৈরির কাজ করছে, এ বছর তিনটি প্রতিমা তৈরিতে ৭২ হাজার টাকা চুক্তিবদ্ধ হয়েছে। সে আরও জানায় তার বাবা অসুস্থ, তাই সংসার পরিচালনার দায়িত্ব তার ঘাড়েই। লেখাপড়ার পাশাপাশি প্রতি বছর প্রতিমা তৈরিসহ নিজেই রং মিস্ত্রির কাজ করে উপার্জিত অর্থে সংসার চালায়।

 

বীরগঞ্জ পৌর শহরের কলেজ পাড়ার পুরোহিত সুনীল চক্রবর্তী বলেন ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্যে দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা হবে।

 

বর্ষ পঞ্জিকা মতে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যো দিয়ে শুরু হবে দুর্গোৎসব।

 

বাঙালি হিন্দু সম্প্রদায়ের মতে এদিনে দুর্গা দেবীর আগমন ঘটবে, দুর্গাদেবী গর্জে আগমন করবেন এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে পালকিতে প্রস্থান করবেন।

 

হিন্দু ধর্মাবলম্বী, পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দুর্গাকে।

 

বীরগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্দির কমিটি ছাড়াও স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মা জানান, পৌরসভায় ৯টি, শিবরামপুরে ১৯টি, পলাশবাড়ীতে ১৪টি, শতগ্রামে ১২টি, পাল্টাপুরে ১৪টি, সুজালপুর ১৫টি, নিজপাড়ায় ৯টি, মোহাম্মদপুর ২১টি, ভোগনগর ৮টি, সাতোরে ২০টি, মোহনপুর ৯টি ও মরিচা ইউনিয়নে ৯টি পূজা মন্ডপসহ মোট ১৬৩ টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

 

সুষ্ঠুভাবে পুজা-অর্চনা করতে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় হয়েছে।

 

উপজেলা ও পুলিশ প্রশাসন গ্রহন করেছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

 

থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা যাতে তাদের দুর্গা পূজা নির্বিঘ্নে পালন করতে পারে সে জন্য প্রশাসনিক ভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি।

 

পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025