মোবারক হোসেন ১৯৭৭ সালের ২০ শে আগষ্ট, জামালপুর জেলার সদর তাজপুর গ্রামে জম্মগ্রহন করেন। তিনি ২০০১ সাল থেকে কবিতা ও গল্প লেখা শুরু করেন। মাসিক আগমণ, দৈনিক আজকের বাংলাদেশ, জামালপুর বার্তা সহ আরও অনেক পত্রিকায় গল্প ও কবিতা প্রকাশিত হয়। প্রকাশিত বই সমূহঃ কাব্য গ্রন্থ- আত্নপ্রকাশ, কে যেন পোড়ায়,মানুষের মন, মেঘ কাব্য, মাটির পরী। ছড়ার বই- দেশের ছড়া বসুন্ধরা।
শিশুতোষ বই- জ্ঞান গল্প, গল্পের অল্প, পশুপাখির রূপকথা। ভৌতিক- ভুত কিন্তু অদ্ভুদ, নাইট কুইন, মেঘ বাড়ি। উপন্যাস- কাপুরূষ। ২০২৫ বই মেলায় ৬৬৯ নং উচ্ছাস প্রকাশনীর স্টলে পাওয়া যাবে চারটি নতুন বই দেশের ছড়া বসুন্ধরা মাটির পরী নাইট কুইন মেঘ বাড়ি বইগুলো দেশের বিভিন্ন স্টল সহ রকমারী ডট কমেও বর্তমানে পাওয়া যাচ্ছ। এছাড়াও মোবারক হোসেনের লেখা কবিতার আবৃতি ও গান দেশের সনামধন্য আবৃতিকার ও শিল্পীরা কন্ঠ দিয়েছেন।