1. backup@wordpress.com : backup :
  2. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  3. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

অস্তিত্বের লড়াইয়ে আসুন ঐক্যবদ্ধ হই

এবিএম সোহেল রশিদ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪



সময়ের সাথে মানুষ বদলায়। অধম ছিলাম বলে উত্তম হতে পারব না এমন তো নয়। ইতিহাসে তাকালে দেখা যায়, অন্ধকারের কানাগলিতে জীবন খুঁজেছিলেন যে নিজামুদ্দিন, তিনি একদিন নিজামুদ্দিন আউলিয়া হয়ে আলো ছড়িয়েছেন কোটি মানুষের হৃদয়ে। এপ্রসঙ্গে রবিন হুডেরও কথা বলা যায়। তাই গীবত দিয়ে নয়, আসুন শুদ্ধ হই, পরিবর্তন হই। বদলে যাই সময়ের প্রয়োজনে।
.
অমুক আমাকে চেনে, অমুক আমার কাছ থেকে টাকা নিতো, অমুককে আমি উপকার করছি, অমুক আমার কথা ছাড়া চলে না। একবিংশ শতাব্দীতে এই সব ধারণা ও বিশ্বাস অচল। ইয়া নাফসির যুগ। টিকে থাকার যুদ্ধে সংঘবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। যারা নিতে অভ্যস্ত, তারা পুরোটা ফেরত দেয় না। যারা দিতে অভ্যস্ত তারাও এমনি এমনি দেয় না। ব্যতিক্রমও আছে, কোনো ব্যতিক্রমই দৃষ্টান্ত হয় না।
.
অমুককে বদলিয়ে দেব, অমুককে উঠতে দেব না, অমুককে দেখিয়ে দেব, এগুলো বলা সহজ, করা কঠিন। আবার আমার অমুক আছে, আমি তমুক হব, এটাও সহজে সম্ভব নয়। স্রস্টার ইচ্ছা ছাড়া সবই অসম্ভব ব্যপার। স্রষ্টা কাকে কখন দেবন বা দেবেন না, তা তিনিই জানেন। এখানে সুপারিশ বা উপড়ি চলে না। একদিন সব ফিরে পাবেন, যৌবন ফিরে পাবেন না। সময়কে হাত ছাড়া করা বোকামি।

সময়ের সাথে আপনার মতো কামলাদেরও তেনারা বদলায়। নতুন কামলা নেয়। আমরা অনেকেই মনে করি একে ছাড়া ‘ও’ চলবে না, ওকে ছাড়া এ চলবে না। এটাও ভুল ধারণা। কেউ মারা গেলে, পৃথিবী থেমে যায় না। আগের চেয়ে ভালো চলে।

যখন আপনার নির্মিত বা অভিনীত বা অন্যভাবে সংযুক্ত ছিলেন, এমন সিনেমা বা নাটক দর্শক টানতে পারে না, তখন বুঝবেন আপনি ফুরিয়ে গেছেন। ঘুরে দাঁড়াতে চেষ্টা করতে হবে। আপনি ব্যর্থ হলে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে যাবে, আপনি আর পারছেন না। অর্থাৎ আপনাকে দিয়ে আর হবে না। তাই বলে কি আপনি থেমে যাবেন, নিশ্চয়ই না। আপনাকে কৌশল বদলাতে হবে। নতুবা, এরপর আগের নিয়মে যত সুনির্মাণই করুন না কেন, আগের মতো বাহবা পাবেন না। চারপাশে তাকিয়ে দেখুন, আপনার প্রিয়ভাজনরা আগের মতো না হলেও, কাছে আসে কিন্তু ভালোবাসে না। যারা আসে চক্ষু লজ্জায় আসে।কিন্তু ক্ষুধার রাজ্যে সবাই খলনায়ক। তবে কতদিন? একদিন দরবার খালি হয়ে যায়। কত জাঁদরেলদের আপনিই দেখেছেন, এখন তারা কেমন যেন ম্রিয়মাণ হয়ে গেছে, তাও দেখছেন।

তাই আসুন কে বড় কে ছোট, কে কাকে অবহেলা করছে তা নিয়ে না ভেবে সবাই সবার হাত ধরে এগিয়ে যাই। প্রতিভা জন্মগত, অর্জন করা যায় না, শাণিত করা যায়। কনরাড হিলটন বলেছেন ‘সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না।’ আপনার যোগ্যতা, আপনার কর্মদক্ষতা, আপনার একাগ্রতা ও মানুষের জন্য ত্যাগই নির্ধারণ করবে আপনি কতটুকু যাবেন। কেউ কাউকে দিতে পারে না। বর্তমান সময়ের দিকে তাকান। দেখবেন সবাই জান বাজী রেখে কাজ করেছে, কিন্তু নেতৃত্বে গেছে কে? সবই স্রষ্টার ইচ্ছা।

তাই আসুন, রাগ-অভিমান, দ্বিধাদ্বন্দ্ব, ছোটবড়, পাওয়া না পাওয়ার বেদনা ভুলে, সবাই মিলেমিশে এগিয়ে যাই। দেখবেন পরিস্থিতি বলে দিবে কখন কোন সময়ে আপনি ছক্কা হাঁকাবেন। স্রষ্টাই বসাবে আপনাকে ভালোবাসার আসনে। পৃথিবীতে প্রাপ্তিতে কেউ বড় হয়নি, যারাই হয়েছে ত্যাগে। রাষ্ট্র ক্ষমতা ভোগ না করেও ভাসানী সবার শ্রদ্ধার। খ্যাতির ফাঁদে পা না দিয়ে জহির রায়হান ‘জীবন থেকে নেয়া’ সিনেমা দিয়ে প্রমাণ করেছেন, মেধা থাকলে রাজনীতি না করেও রাজনীতিবিদের সমান সমান মর্যাদা পাওয়া যায়।
আসুন সব ভুলে ঐক্যবদ্ধ হই। অস্তিত্বের লড়াইয়ে জিততে হলে চাই মুক্তমানে সংঘবদ্ধ পথচলা।

শেষ করার আগে জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ সিনেমার সংলাপটুকুই বলি, ‘কি দিয়েছি আর কি পেয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা যাবে না। দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে।’

ভালো থাকুন, শুভ কামনা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024