বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের দেবীগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ রবিবার (২৯ জুন) দুপুর ২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।
সম্মেলনের প্রধান উদ্বোধক ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাতিফুর রহমান লাতু-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদেকুজ্জামান হীরা। এছাড়াও দেবীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।