1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ডলার চক্রের এক সদস্য গ্রেফতার

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জুন, ২০২৫

দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজেরা ডাংগা ইউনিয়নে গতকাল (২৭ জুন) জুন রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একজন ডলার চক্রের সদস্যকে গ্রেফতার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, ডলার চক্রের সদস্যরা টাঙ্গাইললে কাজ করতে গিয়ে নাজিম উদ্দিন, রবিন শিকদার ও মমিনের সাথে পরিচয় হয়। তাদের সাথে পরিচয় হওয়ার পর তাদেরকে বিভিন্ন লোভ দেয় তারা তাদের খপ্পরে পরে যায়। গতকাল বিকেলে তারা দেবীগঞ্জ আসেন এবং আসামি রাশেদ জামানের বাড়িতে যায়।এবং তাদের কাছ থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। রাশেদ জামানের লোকজন ডিবি পরিচয়ে কয়েকজন এসে তাদেরকে হুমকি দিয়ে ১২লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।পরে তাদেরকে একটি অটো গাড়িতে চলে যেতে বলে।

নাজিম উদ্দিন, রবিন শিকদার ও মমিন রাতেই দেবীগঞ্জ সেনা ক্যাম্পে অভিযোগ দেন । যে তাদের নিকট থেকে দেড় কোটি টাকার ডলার দেবে এই আশা দিয়ে ১২ লক্ষ টাকা নিয়ে নেয়। তাৎক্ষণিক দেবীগঞ্জ সেনা ক্যাম্প হতে ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করেন।

দেবীগঞ্জ উপজেলার চেংটি হাজেরা ডাংগা ও দন্ডপাল ইউনিয়নে অভিযান চালিয়ে চেংঠী হাজেরা ডাংগা থেকে রাশেদ (৩৭) নামের একজন কে গ্রেফতার করে।তার সাথে থাকা ফারুক ও ফরহাদ পালিয়ে যায়। রাশেদ জামানের বাড়ি থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করেন যৌথ বাহিনী।চেংঠী হাজরা ডাঙ্গা এলাকা হতে রাশেদ জামানকে ঘটনা স্থল নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জড়িত আরো দুই জন আসামির তথ্য সংগ্রহ করা হয় এবং তাদের বাড়িতেও হানা দেওয়া হয়।সকল আসামিদের সনাক্ত করা হয। আসামিকে আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রীমনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, দেবীগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করে একজন আসামী আমাদের সেনাবাহিনী আমদের কছে দেয়। তাদের নামে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024