1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

দেবীগঞ্জে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

উপজেলা দিবস ও উন্নয়ন মেলা উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী এবং সম্মাননা অনুষ্ঠান হয়েছে।

দেবীগঞ্জে গতকাল ( ২৩জুন) সোমবার দুপুরে শালডাংগা দ্বী – মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন RDRS Bangladesh এবং সার্বিক সহযোগিতায় পিকেএসএফ । অনুষ্ঠানে সাইকেল খেলা, ম্যারাথন দৌড়, ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এ সময় শালডাংগা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে আরো উপস্তিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম,দেবীগঞ্জ থানার এস আই আজাদ, আর ডি আরএস বাংলাদেশের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা, পঞ্চগড় জেলার আঞ্চলিক ব্যবস্থপক মলয় কুমার গোস্বামী সহ অন্যানরা উপস্তিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024