1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

কবি ও লেখক নাসরীন খান : একজন মানবতাবাদী মানুষ

আই জামান চমক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

কিছু মানুষ জন্ম থেকেই অনন্য হয়ে থাকেন। এসব মানুষের কারনেই পৃথিবী সুন্দর হয়ে ওঠে। এমন একজন মানুষের কথাই বলছি, যিনি বঞ্চিত মানুষের পক্ষে কলম ধরেন, প্রতিবাদ করেন সমাজের অন্যায় অসংগতির বিরুদ্ধে।
অসহায় মানুষের বেদনা যাকে ছুঁয়ে যায় তিনি শিক্ষক, কবি ও লেখক নাসরিন খান। নাসরীন খান নামে লিখালিখি করলেও তার পুরো নাম নাসরীন আকতার খানম। মানবতাবাদী এ লেখকের পরিচয় ফুটে ওঠে তার কর্মের মধ্যে।

ঢাকায় স্থায়ীভাবে বাস করলেও তিনি জন্মগ্রহণ করেছেন নেত্রকোনায় জেলায়।
শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান পাঠানের কন্যা কবি নাসরীন খান ছোটোবেলা থেকেই লিখালিখির সাথে যুক্ত। যখনই সুযোগ পেতেন তখনই লিখতে বসে যেতেন। কখনও ছড়া-কবিতা কখনও বা ছোটোগল্প। আস্তে আস্তে তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার চিঠিপত্র বিভাগে লিখতে থাকেন সমাজের নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদী লিখা । একই সাথে তার লেখা কবিতা বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকে নিয়মিত।

অনুপ্রাস জাতীয় সংগঠন এর মাধ্যমে কবি নাসরীন খানের সাহিত্য চর্চা শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী সাহিত্যামোদী মানুষের কাছে একজন আধুনিক কবি ও সফল লেখক হিসেবে বেশ পরিচিত নাম কবি নাসরীন খান। তিনি একজন দক্ষ সংগঠক ও মানবতার উদাহরণ। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন কবি নাসরীন খান। তার অবদানের জন্য ইতোমধ্যে বেশ কিছু সাহিত্য-সামাজিক সংগঠন থেকে পেয়েছেন সম্মাননা ও পদক।

বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, অনলাইন নিউজ পোর্টাল সহ দেশি বিদেশি একাধিক পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ-নিবন্ধ লিখছেন নিয়মিত।

২০১৫ সালে তার কাব্যগ্রন্থ শেকড়ের টানে ভালবাসার অনুভবে প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ নোঙ্গর। ২০২২ এ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় গল্পগ্রন্থ রোদ্র ছায়ার খেলা। একই বছরে বইমেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ অনুরণন প্রকাশিত হয়। ২০২৪ এ প্রকাশিত হয় ছায়াসঙ্গী নামে কাব্যগ্রন্থ।
একই সাথে সাহিত্যপ্রেমী ও সমাজসেবী কবি নাসরীন খান সাহিত্য চর্চা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এখনও।
১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত কবি নাসরীন খান বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন সুনামের সাথে।  তার স্বামী ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ বাংলাদেশ সচিবালয়ে উপ সচিব হিসেবে কর্মরত রয়েছেন। কবি দুই সন্তানের জননী। বড় ছেলে নাসিফ আহমেদ নাফি ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত এবং মেয়ে নওশিন নাওয়াল আদৃতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024