পঞ্চগড় সদর থানার আলোচিত জাবেদ উমর জয় হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড় মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: মো. নূর রাব্বী (২৬), মো. আবু তালেব (২৫) এবং মো. কামাল হোসেন (৪০)। তারা সবাই পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় তার বন্ধুদের নিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন। এই ঘটনার জেরে গত ৬ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটের দিকে আসামিরা মোবাইল ফোনে জাবেদকে পঞ্চগড় সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নেয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা ধারালো ছোরা দিয়ে জাবেদের পেট ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে নেওয়ার পথেই জাবেদ মারা যান।
এই ঘটনাকে কেন্দ্র করে জাবেদের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ: ০৮/০৮/২০২৫) দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুরের যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।