1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

সাদুল্লাপুরের মাটির নিচে মিললো গুলি পিস্তল

মোঃ বেলাল মিয়া, সাদুল্লাপুর ( গাইবান্ধা )
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। নানা অঘটনের পর এবার মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দু্ই রাউন্ড গুলির খোসা ছিল।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের: হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব গুলি ও পিস্তল জব্দ করা হয়। হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ প্রামানিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) এই আসামি গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করা হয়।

তখন হাজতে থাকা কালে কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সঙ্গে কথা বলেন। তার দেওয়া তথ্য অনুসারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুই রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড খোসা গুলি ও একটি পিস্তল জব্দ করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025