1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

মাদক সেবনের দায়ে দেবীগঞ্জে দুই যুবকের জেল-জরিমানা

শেখ ফরিদ, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের ফুলবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফুলবাড়ি বাজারের বিজয় শর্মার সেলুনের দোকানে মাদক সেবন ও কেনাবেচা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা বুধবার বিকেলে দোকানটির শাটার নামিয়ে মাদক সেবনের সময় হাতে-নাতে দুজনকে আটক করে। এ সময় দোকানের মালিক বিজয় শর্মা পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা দেবীগঞ্জ থানায় খবর দিলে এসআই সচীন দেব নাথের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দেবীগঞ্জের ১০নং চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ ধর্মপাড়া এলাকার পোদন শর্মা (২৮) এবং সুন্দরদিঘী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার হায়দার আলী (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান পোদন শর্মাকে দুই মাস এবং হায়দার আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, মাদক সেবনের অপরাধে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025