রংপুরের গংগাচড়া উপজেলায় দুই শিশু রোমান (০৮) ও মারুফকে (০৬) হত্যার পর বালিতে চাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি মো. মনু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। গতকাল ১৫ আগস্ট, ২০২৫ তারিখে গাজীপুরে এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এবং র্যাব-১ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। মনু মিয়া গংগাচড়া থানার সিটপাইকান (আলমবিদিতর) গ্রামের বাসিন্দা।
গত ০৫/০৮/২০২৫ তারিখে রোমান ও মারুফ বাড়ির বাইরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ১.৪০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল।
এই ঘটনায় রোমানের বাবা বাদী হয়ে ০৭/০৮/২০২৫ তারিখে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১২/২৬১) দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে র্যাব এই মামলার তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মনু মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।