লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা এবং ৯৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসিএস, রংপুর-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১২ আগস্ট, ২০২৫) বিকেল ৪টা ১০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেনসিডিলসহ মোছা. সুমি বেগম (২৫), মো. রুবেল মিয়া (৩৯), মো. আজিজুল হাকিম নাইম (২৫), মো. নাদিম (৩৫) এবং মোছা. এশা মনি (১৮) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আরেকটি পৃথক অভিযানে গতকাল (১৩ আগস্ট, ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার জামগ্রাম এলাকায় আরিফ (৩৫) নামে এক পলাতক আসামির বাড়িতে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।