মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা র্যাবের পৃথক দুটি অভিযানে রংপুর ও লালমনিরহাট থেকে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৩১.০৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই সফল অভিযানগুলো র্যাবের পেশাদারিত্ব এবং মাদক নির্মূলে তাদের দৃঢ়প্রতিজ্ঞার প্রমাণ।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (শান্ত), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মলিয়ারা গ্রামের বাসিন্দা মোঃ ইসরাফিল এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বড় কাগনা গ্রামের বাসিন্দা আরিফ হাসান।
পরবর্তীতে, গত ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামে এক বাড়িতে পৃথক অভিযান চালানো হয়। সেখানে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম (পশুরডোবা) গ্রামের বাসিন্দা খিতিশ চন্দ্র রায় এবং তার স্ত্রী দ্বিপালী রাণী রায়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।