দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওমর ফারুক এর উপর অতর্কিত হামলা হয়েছে।
বুধবার (২৫জুন) রাতে শালডাঙ্গা ছত্র শিকারপুর এলাকার শাহনাজ বেগম থানায় মামলা দায়ের করেন ।
এজাহার সুত্রে জানা যায়, শালডাঙ্গা ইউনিয়নের বাবু বাজার এলাকায় শাহনাজ ও সফিকুল ইসলামের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল । শাহনাজান বেগম এর জমি আব্দুল বারেক বর্গা নিয়ে চাষ করে। গতকাল বিকেলে সফিকুল ও তার দলবল নিয়ে জমি দখল করতে যায়৷এক মাসে পূর্বে জমিতে আমন ধানের বীজ রোপণ করে। সফিকুল ইসলাম একটি মাহিন্দ্র গাড়ি নিয়ে আমন ধানের বীজ খেতে হাল চাষ দিতে গেলে আব্দুল বারেক বাধা দেয়।
পরে সফিকুল ইসলামের লোকজন লোহার রোড,বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে আব্দুল বারেক মাঠিতে পরে গেলে তার উপরে বসে গলা চিপে ধরে এবং বিভিন্ন যায়গায় লোহার রোড ও বাশের লাঠি দিয়ে আঘাত করতে থাকে। রাস্থা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় দুই পক্ষের মধ্যে মারপিট হচ্ছে বিএনপি নেতা ওমর ফারুক বাধা দিলে তার উপরও হামলা শুরু করে এবং ধারালো ছোড়া ধারা তার উপর আক্রমণ করলে সে হাত দিয়ে বাধা দিলে তার ডান হাতের কব্জির উপরের হাড় ভেংগে যায়। পরে অন্যানা সদস্যরা আঘাত করতে থাকলে ওমর ফারুকের পা ভেঙে যায়। আব্দুল বারেক ও ওমর ফারুক গুরতর আহত অবস্থায় দেবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শাহনাজ বেগম,শালডাঙ্গা ইউনিয়নের মুন্সিরকামত শিকারপুর এলাকার সজিব ইসলাম (২৪)মুরাদ ইসলাম (৩৫) রফিক ইসলাম (৪০) লিটন ইসলাম (৩৫) বাবুল হোসেন (৫৮) মোমিন (৩০) আব্দুল কুদ্দুস (৫৮) আবুল কালাম (৬০) সফিকুল ইসলাম (৬০) মুস্তাকুর প্রধান (৪২) ১০ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় মামলা করেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, একজন আসামী গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।