1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আজাদ, সম্পাদক শামছুল

সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র ২০২৫-২৬ সেশনের জন্য মো. আবুল কালাম আজাদ (বিটিভি) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম সারধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আরটিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা), রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।

একইসঙ্গে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর লাহিড়ী (কালবেলা)। বক্তৃতা করেন বিদায়ী কমিটির সহসভাপতি এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি) প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024