নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র ২০২৫-২৬ সেশনের জন্য মো. আবুল কালাম আজাদ (বিটিভি) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম সারধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
একইসঙ্গে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর লাহিড়ী (কালবেলা)। বক্তৃতা করেন বিদায়ী কমিটির সহসভাপতি এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি) প্রমুখ।