কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মুজিবুর রহমান (৩৭) নামে এক টমটম চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।
১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী নতুন বাজার এলাকার ইয়াসিন আরাফাতের টমটম গ্যারেজে মুজিবুর রহমান অবস্থান করছিলেন। এ সময় আনোয়ার হোসেন ও তার দুই ভাই মোস্তফা শাওন ও ইমরানসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।
দেলোয়ার নামের এক অটোচালক জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা মুজিবকে মারতে শুরু করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এদিকে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বলেন, হত্যার পরপরই আমরা জড়িতদের শনাক্ত করে অভিযান চালাই। আট ঘণ্টার মধ্যে মূলহোতা মোস্তফা শাওনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩), ইমরান হোসেন (১৯) ও মো. করিম (২৮)।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।