1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ব্যবসায়ীর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

শেরপুরজেলা শহরের সাতানীপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক মনোহারি ব্যবসায়ীর লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার, ৪ অক্টোবর, বিকেলে হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আব্দুল মোতালেব বাড়ি থেকে বেরিয়ে যান এবং আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শনিবার বিকেলে সাতানীপাড়া এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025