1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ৫ ফূট লম্বা অজগর সাপ উদ্ধার

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ভারতীয় অজগর (ইন্ডিয়ান পাইথন) উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি আবাদি ধানক্ষেতে বেড়া দেওয়া জালে প্রায় ৫ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে তাদের প্রতিনিধি গিয়ে সাপটি উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়লে সাপটি দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়।
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, “উদ্ধারকৃত সাপটি একটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। বর্তমানে সাপটি সুস্থ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে এটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।”
বিশেষজ্ঞরা জানান, ভারতীয় অজগর মানুষের কোনো ক্ষতি করে না। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভীতি ও ভুল ধারণার কারণে অনেক সময় মানুষ এ ধরনের সাপকে হত্যা করে থাকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025