শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা জামায়াতের প্রেসবিফিং অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর বুধবার সন্ধ্যা সাংবাদিকদের সাথে প্রেসবিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।