1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
আই জামান চমক

পুরাতন পঁচার বুকে লাথি

সংবাদদাতা: icrbd24
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
আর কত কাঁদবে পল্লবী?
আর কত দূরে যেতে হবে
নামতে নামতে আরও কত নীচে নামলে,
তবে তোমার দেখা পাব?হৃদয়ের অলিপথে চোরাগলি
সবই তো তোমার পথসঙ্গী।
তুমিই তো দিয়েছিলে সব প্রতিশ্রুতি,
আমি যে জন্মাবধি “মন্দ মানুষ”,
সেও তোমার অজানা ছিল না।
তবুও তো মেলেছিলে প্রেমের ডানা,
আজ কি তবে তা ভেঙে দিতে চাও?যে আমাকে ভালোবাসে,
আমি তাকেই ভালোবাসি।
আর তাকে যে ভালোবাসে,
এই পোড়া হৃদয়
তাকে পর্যন্ত ভালোবাসে।দুঃখে-সুখে চিরকাল তোমাদের এই চমক
ভালোবাসে হৃদয় উজাড় করে।
এই চমক চলে সাধারণের উল্টোপথে,
সাঁতার কাটে স্রোতের বিপরীতে।

ভালোবাসে সে গাছ,
ভালোবাসে মানুষ,
ভালোবাসে বর্ণমালা।
ভালোবাসে আবৃত্তির কলকলানি ঝর্ণা,
ভালোবাসে দুঃখীদের হৃদয়ের ব্যথা।
এমনকি ভালোবাসে ঘৃণার থুতুকেও।

এই চমক কারও দয়ায় নয়,
এই চমক ভালোবাসার, প্রেমের।
পুরাতন পঁচার বুকে লাথি দিয়ে,
সুন্দরকে-নতুনকে সে বরণ করে নেয়।

হতাশার কথা, বেদনার চিরকুট
যে শোনাতে চায়, তার জন্য ঘৃণা।
মৌচাকের অহংকারে যে হারায় নিজের সত্তা,
নোংরা রাজনীতিতে যে হয় বর্ণচোরা,
তার কদর্য মস্তিষ্কে আমি আগুন জ্বালিয়ে দেই।

আমার প্রতিটি শত্রুই যার বন্ধু,
তার সাথে হয় না আমার কোনো সন্ধি।
যে তোমাকে নিয়ে মিথ্যা বলে,
তার সাথে আর একবিন্দুও মেশা হয় না।

-লেখক: কবি, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2025