ভালোবাসে সে গাছ,
ভালোবাসে মানুষ,
ভালোবাসে বর্ণমালা।
ভালোবাসে আবৃত্তির কলকলানি ঝর্ণা,
ভালোবাসে দুঃখীদের হৃদয়ের ব্যথা।
এমনকি ভালোবাসে ঘৃণার থুতুকেও।
এই চমক কারও দয়ায় নয়,
এই চমক ভালোবাসার, প্রেমের।
পুরাতন পঁচার বুকে লাথি দিয়ে,
সুন্দরকে-নতুনকে সে বরণ করে নেয়।
হতাশার কথা, বেদনার চিরকুট
যে শোনাতে চায়, তার জন্য ঘৃণা।
মৌচাকের অহংকারে যে হারায় নিজের সত্তা,
নোংরা রাজনীতিতে যে হয় বর্ণচোরা,
তার কদর্য মস্তিষ্কে আমি আগুন জ্বালিয়ে দেই।
আমার প্রতিটি শত্রুই যার বন্ধু,
তার সাথে হয় না আমার কোনো সন্ধি।
যে তোমাকে নিয়ে মিথ্যা বলে,
তার সাথে আর একবিন্দুও মেশা হয় না।
-লেখক: কবি, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী