পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবেও কর্মরত।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল ইসলাম দেবীগঞ্জের সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার বাজারপাড়ার বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।
দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুয়েল রানা নামে এক ব্যক্তি একটি ফাঁস হওয়া অডিও ক্লিপের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মঞ্জুরুলসহ ৭২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাস বিরোধী আইনে রুজু করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ত্রাস বিরোধী মামলার আসামি মঞ্জুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
#icrbd24