দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে “তারুণ্যের উৎসব- ২০২৫” উপলক্ষে। রবিবার (২৮ সেপ্টেম্বর) “বহুমুখী পাট পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা হয়।
পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের পিএসও ড. রিশাদ আব্দুল্লাহ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিজেআরআই, ঢাকার পরিচালক (কারিগরি) ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই এর পরিচালক (জুট-টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা এবং পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন।
এই প্রশিক্ষণে রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও গৃহিণী উদ্যোক্তাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য তৈরির প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শন করা হয়।