1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. backup@wordpress.com : backup :
  3. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  4. admin@icrbd24.com : admin :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন

পাগলাপীর হাফিজিয়া মাদ্রাসায় টিসিবির পণ্য বিতরণ

জিয়ারুল ইসলাম জিয়াম, রংপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫

হত দরিদ্র জনগোষ্ঠীর এলাকায় ভর্তকি মুল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য মশুরডাল ও সয়াবিন তেল, চিনি ও ৫ কেজি চাউল, এ পন্য বিতারন করেন ডিলার মেসার্স সাজাদ ভ্যারাইটিজ স্টোরের কাজল মিয়া। বুধবার সকাল ১০ টায় হাফেজিয়া মাদ্রাসার মাঠে উপকার ভুক্ত ভুগিদের মাঝে বিতারন করা হয় টিসিবির পন্য। কাজল মিয়া বলেন,দেশজুরে সয়াবিন তেল চিনি, মশুর ডাল, চাউল ভোগ্যপন্য খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রেরর লাগামহীন মূল্যে ভুক্তভোগী সাধারন মানুষজন বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল পরিবারের মানুষরা আজ অস্থির হয়ে পড়েছে। তাই কার্ডের মধ্যে পন্য সামগ্রী পেয়ে খুশি অনেকে পরিবার।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2024