সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূল ও দক্ষিন পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরইমধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী ৩ দিন দেশের চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারে এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দেশের উপকূল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হতে পারে।
গতাকাল দেশে সর্বোচ্চ ২২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এসময় কুমিল্লায় ১ ও নোয়াখালীতে ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Leave a Reply