রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবগুলো গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।
কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, গেট খুলে দেওয়া হলে প্রতি সেকেন্ডে ৯০০০ কিউসেক পানি নিষ্কাশন হবে। পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২০০০ কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে বলেও জানান ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।