1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

পরবর্তী নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশি কূটনীতিকরা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ছাত্র নেতা ও রাজনৈতিক দলগুলোর আলাপের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয় সবাই। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় শপথ নেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের অনিশ্চয়তা তৈরি হয়। দিক-নির্দেশনা না পাওয়ায় তারা কাজ করতে পারছেন না। নতুন সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন বলেন, ‘সম্পূর্ণ পরিস্থিতিটাই একটি অনিশ্চয়তার মধ্যে আছে। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অনেক কিছুর সমাধান হয়ে যাবে। আমি আশা করব যারা দায়িত্বে আসবে তাদের বিবেচনা নিয়েই কাজ করবে। এখানে কিছু কিছু রদবদল হবেই। অনেক সময় আমরা দেখি অনেক অ্যাপয়েন্টমেন্ট বিতর্কিত থাকে, আমি সুনির্দিষ্টভাবে কারো কথা বলছি না। যদি প্রয়োজন হয় কোনো কোনো পরিবর্তন তো আনতেই হবে। তবে মনে হয় না প্রতিশোধমূলক কোনো কিছু করা হবে। আর ঢালাওভাবে এখন সেটি সম্ভবও না। কারণ ডিপ্লোমেসিতে তো একটা কন্টিনিউটি থাকতে হয়। যারা সরকারে থাকবে তাদের জন্যেও এটি গুরুত্বপূর্ণ হবে। পুরো বিশ্বই আমাদের দেখছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024