জাকজমক আয়োজন ও বর্নাঢ্য অনুষ্ঠান করে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছেন শিক্ষার্থীরা।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৫০ নং বানেশ্বরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী বসুনিয়া লায়নকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রইছুল ইসলাম, টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রহমান সরকার, বানেশ্বরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সহ অন্যান্যরা।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিয়াকত আলী বসুনিয়া লায়নের মত আরেক জন গুণী শিক্ষক নিয়োগরে বিষয়ে জোর দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আরেক জন ভালো শিক্ষক উপহার দেওয়ার জন্য।
এ সময় সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী বসুনিয়া অভিভাবক ও ম্যানেজিং কমিটিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা স্কুলটির প্রতি খেয়াল ও নজর রাখবেন। আমি স্কুলটিতে এসেছি ২০০৩ সালে আর যাচ্ছি ২০২৪ সালে। এই ২১ টি বছর আমি আপনাদেরকে নিয়ে এ পর্যন্ত স্কুলটি এতদূর নিয়ে এসেছি।
তাই আপনারা আমার কষ্টটাকে বিফলে যেতে দেবেন না- এটাই আমার অনুরোধ।
Leave a Reply