জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি মাসের ন্যায় বৃহস্পতিবার (৯-মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷
তিনি বক্তব্যে চোরাচালান রোধ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান৷
বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান। তিনি জানান, গতমাসে মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ৪ জন যুবককে আটক করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনায় জড়িত দুষ্কৃতি ব্যক্তিদের যাতে দ্রুত গতিতে চিহ্নিত করা যায় সেলক্ষ্যে বাবুরহাট বাজারের বিভিন্ন অলি-গলিতে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে। সেই সাথে আগামী ১৬ মার্চ ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘিরে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং আসন্ন পবিত্র রমজান মাসে সার্বিক বিষয়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্বক কঠোর নজরদারি করা হচ্ছে।
নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি বলেন, আমার ইউনিয়নের বর্তমান চোরাকারবারী তুলনামূলক নেই বললেও চলে, তবে কিছু অসাধু বালু ব্যবসায়ী নাউতারাসহ নাউতারার শাখা নদী সমূহ থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হাত থেকে নদীর নাব্যতা ও কৃষি জমি রক্ষা করতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন।
উপজেলার টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক তার ইউনিয়নের দু’সপ্তাহের মধ্যে পাঁচটি মটর চুরি কারণ তুলে ধরে বলেন, এলাকায় বিভিন্ন সময়ে কিশোররা টাকায় বাজি ধরে মোবাইলে ক্যাসিনো, লুডু, ক্রামবোর্ড ও শুটিবাড়ী বাজারের কয়েকটি চায়ের দোকানে ডিমের লটারী খেলার অর্থ যোগান দিতে এসব চুরির ঘটনা ঘটছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আইয়ুব আলী৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ) পুরবী রানী রায়, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর রেজা।
উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিং করার আশ্বাস প্রদান করে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন৷