শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গত ২ মার্চ শুরু হয়েছিলজেলা ইজতেমা। আজ ৪ মার্চ আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল ইজতেমা। শেষ দিনে ইজতেমা মাঠে দোয়া করার জন্য ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকার মুসল্লীগণ বাস,ট্রাক,অটো,মোটরসাইকেলে আস্তে দেখা যায়। তিন দিনের ইজতেমা মাঠ ভরে যায় লাখ মুসল্লী দিয়ে।
দোয়ার জন্য মাঠের দুই পাশে বাড়ানো হয়েছে সামিয়ানা। তার পরেও মাঠের ভাইরে থেকে অনেকে দোয়ায় অংশ নেন। দোয়া করেন তাবলীগ জামাতের মুরব্বি।মুনাজাতে অংশ নেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সহ উপজেলার হাজারো মুসল্লী।