মো. ওবায়দুল ইসলাম:
কৃষি উন্নয়ন কর্পোরেশন মাঠ দিবস দিবস’২০২৩ এর প্রধান অতিথি কৃষক ও কৃষকের আলুর ফলন, বিজ আলু,কৃষকের আলুর পরীক্ষা করন,ও আনুমানিক ১০০ উপরে আলুর নাম ও আলুর ফলন নিয়ে আলোচনা করেন,তিনি আরো বলেন আলু কিভাবে লাগিয়ে কৃষক ভালো লাভবান হতে পারে, কখন আলু তুলতে হবে আলুর পরিচর্যা ইত্যাদি নিয়ে কথা বলেন,তিনি আসা করেন আগামী বছর আলুর ফলন আরো অনেক বেশি করা সম্ভব, বিশেষ অতিথি :ড. এ.বি.এম গোলাম মনছুর, প্রকল্প পরিচালক (জীব প্রযুক্তি), বিএডিসি, ঢাকা।
বলেন এবার তিনটা স্থানে বেপক আলু চাষ করা হয়েছে,তিনি আরো বলেন নিলফামারি,ডিমলা,ইত্যাদি স্থানে আগামী বছর টিস্যু আলোর ব্রীজ কৃষকের মাঝে দেয়া হবে এতে আরো বেশি আলুর ফলন ও মান ভালো পাওয়া যাবে বলে তিনি মনে করেন,ড. এ.বি.এম গোলাম মনছুর, বলেন আমাদের দেশের চাহিদা মিটিয়ে আগামীতে বাহিরের দেশে আলুর ব্যবসা উন্নত করা সম্ভব। প্রধান অতিথি মুহাঃ আজহারুল ইসলাম প্রাক্তন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান), বিএডিসি ও ডিম লিডার, বেটস্ কনফার্ম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ.বি.এম গোলাম মনছুর, প্রকল্প পরিচালক (জীব প্রযুক্তি), বিএডিসি, ঢাকা। ২। ড. হায়াত মাহমুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। স্বাগত বক্তাঃ মুহাম্মদ আশরাফুল আলম, উপপরিচালক (টিসি), বিএডিসি হিমাগার, কুষ্টিয়া। সভাপতিঃ জনাব মোঃ হুমায়ুন কবির, উপপরিচালক (পাটবীজ), বিএডিসি, কুষ্টিয়া। সভাপতি : জনাব মোঃ হুমায়ুন কবির, উপপ তারিখঃ ০৩ মার্চ ২০২৩ খ্রি. অর্থায়নে “জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বাস্তবায়নে উপপরিচালক (টিসি),বিএডিসি প্রকল্প”বিএডিসি, ঢাকা ৷হিমাগার, কুষ্টিয়া। কুষ্টিয়া , কুমারখালী।