Header Border

ঢাকা, বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে
শিরোনাম :
ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা দায়ে কুষ্টিয়ার যুবকের মৃত্যুদন্ড কুষ্টিয়া কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ৬ মামলায় আটক ৮১ তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক আজ থেকে শুরু ৩ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরণোৎসব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টি লোকেশন পারফরমেন্স

তিনদিন ব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে দেবীগঞ্জে

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ

পঞ্চগড়ে দেবীগঞ্জে শুরু হয়েছে তিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার এন.এন স্কুল মাঠে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে জেলা-ভিত্তিক আঞ্চলিক ইজতেমা।

ইজতেমা ময়দানে জেলার মুসল্লীরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা এবং আরব, সুদান,থাইল্যান্ড, তিউনিশিয়া, মালয়েশিয়া, মরোক্কসহ কয়েকটি দেশের মুরব্বিরা অংশগ্রহণ করছেন বলে জানা গেছে। আগামী ৪ মার্চ (শনিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই জেলা ইজতেমা।

আয়োজকরা জানান, কয়েকদিন ধরেই এনএন স্কুল মাঠে ইজতেমা প্রস্তুতির কাজ সম্পন্ন করতে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছিলেন শতাধিক তাবলীগ জামাতের সদস্য ও স্থানীয় সাধারণ  মানুষ। তার পাশাপাশি উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা তাবলিগের মুরব্বিরা গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন।

জেলা ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রফেসর মুক্তার আলী জানান, আজ ফজরের নামাযের পর শুরু হয়েছে জেলা ইজতেমা। জেলা ও জেলার বাইরে থেকে মুসল্লীরা ইজতেমায় এসেছেন। ইজতেমার মুসল্লীদের জন্য এনএন স্কুল মাঠে ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন তাঁবু তৈরি করা হয়েছে। এখানে ৫০ হাজার মানুষ বসে ও ১৫-১৬ হাজার মানুষ শুয়ে থাকতে পারবেন। মুসল্লিদের সুপেয় পানির জন্য ২৫ টি টিউবওয়েল, ৬ টি অযুখানা ও ২৫০ টি অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।’

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, জেলা ইজতেমা হিসেবে দেবীগঞ্জে এবারই প্রথম। তাই পৌরসভার পক্ষ থেকে ইজতেমা সফল করতে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, ইজতেমা ঘিরে সকল স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

শেখ ফরিদ, দেবীগঞ্জ, পঞ্চগড়। ০২-০৩-২০২৩

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন
পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ৬ মামলায় আটক ৮১
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা
ডিমলায় ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ডিমলায় “জাতীয় বীমা দিবস” পালন
ডিমলায় উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

আরও খবর