মো. শেখ ফরিদ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।শিশু – কিশোরদের মধ্যে ইসলামী জ্ঞানের বিকাশ সাধনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা পর্যায়ে শিশু- কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে দেবীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন।
২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার শতাদিক শিক্ষার্থীরা ক্বিরাত,আযান,হামদ-নাত,কবিতা আবৃত্তি, উপস্তিত বক্তৃতা, রচনা, ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দুপুর ১টার দিকে শেষ হয়।পরে যোহরের নামাজের পর পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শামীম সিদ্দিক উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্তিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মামুনুর
রশীদ, দেবীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহ রাশেদুল হক, দেবীগঞ্জ মডেল মসজিদের
ইমাম ও খতিব মাওলানা মুসলিম উদ্দিন , দেবীগঞ্জ উপজেলার মডেল কেয়ার টেকার আমির হোসেন সহ
উপজেলার শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।