মো. ওবায়দুল ইসলাম:
কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীর মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন। শনিবার(২৪’ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় খোকসার খামারিরা তাদের পোষা গরু , ছাগল, পাখি, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। মেলায় ৪০ টি স্টলে খামারীরা পশু,পাখি,ঔষধপত্র সহ বিভিন্ন গো খাদ্য প্রদর্শীত করে। এবং মেলা শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাহিনা বেগমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানসহ আরো অনেকে। এছাড়াও উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।