মো ওবায়দুল ইসলাম:
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের একমাত্র সড়ক যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্করণের কোন উদ্দ্যোগ গ্রহণ না করায় প্রায় রাস্তার এমন বেহাল দশা। শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু থেকে শুরু করে প্রায় রাস্তাগুলোর ভোগান্তি আর জনদুর্ভোগ চরম পর্যায়ে। হরিপুরের প্রধান সড়ক দিয়ে শালদাহ, পুরাতন কুষ্টিয়া, বোয়ালদাহ, কান্তিনগর সহ আশেপাশের কয়েকটা গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তার এমন বেহাল দশায় জনমনে আলোচনা সমালোচনা ও চাপা ক্ষোভ দীর্ঘদিনের। অথচ একটা ছোট ইউনিয়নের জন্য সরকার শতকোটি টাকা ব্যয়ে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু বাস্তবায়ন হলেও শুধুমাত্র রাস্তার কোন সমাধান না হওয়ায় শত কোটি টাকার ব্রীজের কোন সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায় যে, সরু রাস্তা, ভাঙ্গা গর্ত, উচুঁ নিচু রাস্তা একটু বৃষ্টি দেখা দিলেই পানি জমে কাদামাটিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। কোথাও কোথাও রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। পুকুর সংলগ্ন রাস্তাগুলোতে কোন প্রটেকশন ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সরু রাস্তায় বাস বা ট্রাক ঢুকলে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তায় পর্যাপ্ত জায়গা না থাকায় যানবাহনের মুখোমুখি দুর্ঘটনার শিকার হতে হয় খেটে খাওয়া অসহায় দিন মজুর থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষদের। শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উদ্বোধনের পর হরিপুরের শত শত যুবক আত্নকর্মসঃস্থানের লক্ষ্যে খামার গড়ে তুললেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আশার মুখ দেখিনি লোকসানে মুখ থুবড়ে পড়েছে খামারগুলো। স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শত শত কোমলমতি শিশু থেকে তরুণ তরুণীরাও ভোগান্তি থেকে রেহাই পায়নি। অসুস্থ রোগীদের হাসপাতালে যাওয়ার রাস্তাটা যেনো গোদের উপর বিষ ফোড়ায় পরিণত হয়েছে। আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই স্বপ্ন পুড়ে ছাই। এমন হাজারো ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এছাড়াও গরীবের কক্সবাজার খ্যাত শালদাহ গ্রামে অবস্থিত পদ্মা গড়াই মোহনায় প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের সমারোহ ঘেরা পদ্মা গড়াই মোহনায় বিশেষ দিন ঘিরে কুষ্টিয়া শহর সহ আশেপাশের এলাকায় শত শত দর্শনার্থীদের পদচারণায় মূখরিত হলেও যোগাযোগ ব্যবস্থা তথা রাস্তার বেহাল দশায় দর্শনীয় জায়গায় দর্শনার্থীদের আগমন অনেক কমেছে। অথচ এই পদ্মা গড়াই মোহনায় আগত দর্শনার্থীদের আগমনে স্থানীয় কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে ছিলো। দীর্ঘদিনের রাস্তার বেহাল দশায় হরিপুর রাজনীতিতে আমুল পরিবর্তন হয়েছে। স্থানীয় কয়েক হাজার মানুষদের একমাত্র চলাচলের রাস্তাটা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের জন্য কমপক্ষে ১২ফুট প্রশস্ত করার জোর দাবি জানান এলাকাবাসী। এই ব্যাপারে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদ্য শপথ গ্রহণ করা চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ জানান, জনগণের ভালবাসায় শত নাটকীয়তার পরেও আমি নির্বাচিত হয়েছি আমি নির্বাচনে ইস্তেহারে হরিপুরের রাস্তাকে সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছি। আমি সবেমাত্র দায়িত্ব গ্রহণ করলাম। তবে আমি প্রতিশ্রুতি দিলাম আগামী কয়েক দিনের মধ্যে হরিপুরের রাস্তা নিয়ে এলজিইডি সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি খুব শীঘ্রই হরিপুরের দীর্ঘদিনের রাস্তা নিয়ে জনদুর্ভোগ নিরসন হবে।