ময়মনসিংহে জমি সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে গিয়ে নিজের মোটরসাইকেল খোয়ালেন আলমগীর হোসেন নামে পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই)। উপ-সহকারী পরিদর্শক আলমগীর হোসেন নান্দাইল মডেল থানায় কর্মরত।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামে আনোয়ারুল ইসলাম ভূইয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই আলমগীর হোসেন বাদী হয়ে নান্দাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে, বৃহস্পতিবার পর্যন্ত চুরি হওয়া মোটরসাইকেলের কোনো হদিস মেলেনি। উপ-সহকারী পরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন বলেন, গত বুধবার অভিযোগের তদন্ত করতে উপজেলার মুশুলী ইউনিয়নের চকমতি গ্রামের আনোয়ারুল হোসেন ভূঁইয়ার বাড়িতে যাই। সেখানে বাড়ির বাইরে মোটরসাইকেল রেখে ভেতরে তদন্তের কাজ যাই। তদন্ত শেষে বাড়ি থেকে বের হয়ে দেখি রেখে যাওয়া মোটরসাইকেল নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো হদিস পাওয়া যায়নি। মোটরসাইকেলটি নীল রঙের ১৫০ সিসি পালসার ব্র্যান্ডের। সেটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৩৫-৭৭৮৫।