জাহাঙ্গীর রেজা ৷৷
নীলফামারীর ডিমলায় গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জনক তহিদুল ইসলাম (৪৮) নামে একজন আত্মহত্যা করেছেন। তহিদুল উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের শিবমন্দির পাড়ার মৃত: কছির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, তহিদুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তার পরিবার সুত্রে জানা যায়, সে প্রতিদিনের মতো রাতের শনিবার রাতে খাবার খেয়ে ঘুমানোর জন্য ঘরে প্রবেশ করে। পরিবারের লোকজন রাত আনুমানিক ১২ টার পর তার কোন সারা শব্দ না পাওয়ায় খোঁজ নিয়ে দেখে শয়ন কক্ষে বাঁশের স্বরের সাথে গলায় ফাঁস দিয়ে তহিদুলকে ঝুলে থাকতে দেখে খবর দেয় থানা পুলিশকে পরে রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সেই সাথে এ ব্যাপারে ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।