মো. ওবায়দুল ইসলাম।।
নির্ধারিত ২০ ওভারের টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আড়ুয়াপাড়া জিমন্যাস্টিক ক্লাব। ৩ বল বাকি থাকতে ২০৭ রান করে অলআউট হয় তারা। দলের পক্ষে সোহেল ও আনিছুর সর্বোচ্চ রান করেন। সোহেল ১৬ বলে করেন ৪২রান আর আনিছুর করেন ২৫বলে ৩৭রান। বাশার ক্রিকেট কেয়ার একাডেমির মিরু ও রাতুল ৩টি করে উইকেট। ২০৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে বাশার ক্রিকেট কেয়ার একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৫বল বাকি থাকতে ৭উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাশার ক্রিকেট কেয়ার একাডেমি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রানা ও জীবন। রানা ৩৭ বলে ৬৬ এবং জীবন ২৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। খেলায় আম্পায়ার হিসেবে ছিলেন মাহমুদ রেজা চৌধুরী বুলবুল ও তরুন হোসেন। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। এসময় তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আড়ুয়াপাড়া তরুন সংঘ পাঠাগার ও ক্লাবের আয়োজনে যে টুর্ণামেন্টের সফল পরিসমাপ্তি ঘটল তা নি:সন্দেহে প্রসংশনীয়। তাই তরুন সমাজকে মাদক সহ অপরাধমুলক কর্মকান্ড থেকে দুরে রাখতে অবশ্যই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও বোধদয়ের সভাপতি অ্যাডভোকেট লালিম হক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তাথৈ তাহিয়া টি-২০ আন্ত:জেলা ক্রিকেট লীগের আহ্বায়ক পারভেজ আনোয়ার তনু। উপস্থিত ছিলেন তরুন সংঘ পাঠাগার ও ক্লাবের সহ-সভাপতি শাহিনিয়ার রহমান তপো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন প্রমুখ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা উপভোগ করেন কয়েক হাজার দর্শক।