জাহাঙ্গীর রেজা।।
নীলফামারীর ডিমলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে ডিমলা বিজয় চত্ত্বর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সকাল ৯ টায় বিজয় চত্তরে আলোচনা সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দিয়ে ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।
সভায় ডিমলা উপজেলা পরিষদ, স্বাস্থ্যবিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারী বে-সরকারী দপ্তর দিবসটি সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাঁদের স্ব-স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উক্ত প্রস্তুতি মূলক সভাটিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, ডিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।