মো ওবায়দুল ইসলাম।।
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক সহ এক মাদক কারবারি আটক ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কচুবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব।
আটককৃত হলেন কুষ্টিয়ার মিরপুরের শাহাপুরের মৃত ইসমাইল হোসেন ছেলে মনিরুল ইসলাম। র্যাব সূত্র জানায়, কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন কচুবাড়ীয়া গ্রামে’’র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ মোঃ মনিরুল ইসলাম(৪৩) মাদক কারবারি কে গ্রেফতার করে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ উক্ত আসামিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করে র্যাব।