মো. ওবায়দুর ইসলাম।।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ভয়াবহ বাস দুর্ঘটনা, নারী-শিশুসহ আহত ৩০।
নিমিষেই সব আনন্দ পরিণত হলো বিষাদে। ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু ও নারী পুরুষসহ অন্তত ৩০ জন।
৫ ফেব্রুয়ারি রবিবার সোয়া ১০ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের দরুদ শেখের ছেলে রাহাত, দোদুল, দোদুলের ছেলে সামিউল ইসলাম, দেলোয়ার হোসেন, স্ত্রী খাজিরন নেছা, মেয়ে সুমাইয়া খাতুন ও সোহাইমা খাতুন, জাকিরুল ইসলাম ও তার মেয়ে জুই খাতুন, স্ত্রী লিমা খাতুনও ছেলে জুবাইয়ের হোসেন, ছুরমান আলীর স্ত্রী পলি খাতুন, ঝন্টু আলীর ছেলে নাহিদ হোসেন, রাশিদুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন, ছুরমান আলীর ছেলে সম্রাট, নজরুল ইসলামের স্ত্রী টুলু খাতুন, হাফিজুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন, হাফিজুল ইসলামের ছেলে হাসিবুল, সাইফুল ইসলামের ছেলে আব্দুর রাহিম, টিপু সুলতানের স্ত্রী আসমানি খাতুন, মুকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন, আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন, মোমিনপুর গ্রামের মুকুল হোসেনের স্ত্রী পলি খাতুন, ছেলে মন্টু, মুকুল হোসেনের স্ত্রী মুক্তি খাতুন। আহতদের সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের লোকজন নাটোরের লালপুর পিকনিক স্পটে যাচ্ছিলেন। বাসটিতে নারী শিশুসহ ৩৭ জন ছিলেন। বাসের অধিকাংশ লোকজন মোটরগাড়ির লোক। বাসটি জোড়পুকুরিয়া ও তেরাইল মাঠের মধ্যে তেরাইল কলেজের সামনে ছোট কালভার্টের কাছে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এসময় বাসের মধ্যে থাকা সবাই আহত হন। মেহেরপুরের বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে কিছু আহত নিজ ব্যবস্থাপনায় মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্বারের চেষ্টা চলছে বলে জানান মেহেরপুরের গাংনীর বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী।
মেহেরপুরের গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।’