মো. ওবায়দুর ইসলাম।।
কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
জানা যায়, কুষ্টিয়ার সীমান্ত এলাকায় গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
সূত্র জানায়, ০৫ ফেব্রুয়ারি রবিবার সকাল সোয়া ১১ টার দিকে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির ৪৭ ব্যাটালিয়ান। উক্ত অভিযানের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুরের রামকৃষ্ণপুরের চড় –ইকুড়ি গ্রামের মৃত দৈয়ম মন্ডলের ছেলে মোঃ কামাল হোসেন(৬৫) কে ০২ কেজি গাঁজা সহ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কচির মোড় নামক স্থান থেকে গ্রেফতার করেছে বিজিবি।
হাবিলদার মোঃ আলমগীর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এক জনকে গাঁজাসহ আটক করা হয়েছে।’
এ ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান বিজিবি’র কঠোর নজরদারি ও টহলের কারণে সীমান্ত দিয়ে সব প্রকার চোরাকারবারি ও চোরাচালানি মালামাল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদক আটক করতে সক্ষম হচ্ছে। ৪৭ বিজিবি মো ওবায়দুর ইসলাম।