মো ওবায়দুর ইসলাম।।
কুষ্টিয়ার কুমারখালীতে সুদের টাকার জন্য প্রতিপক্ষের দেশীয় অস্ত্র ফালার আঘাতে আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৭) নামের এক পল্লী চিকিৎসক খুন হয়েছে।
ওই হতাহতের ঘটনায় নিহতের চাচা জাবেদ আলী বিশ্বাস গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের স্থানীয় এক মসজিদের সামনে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ভাদু বিশ্বাসের ছেলে।
এই হত্যাকে কেন্দ্র করে এলাকায় বর্তমান থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলা, মামলা ও লুটপাটের ভয়ে গৃহপালিত পশুসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে দুর্বৃত্তরা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সুদের টাকার লভ্যাংশের জেরে বর্তমান ইউপি সদস্য সবুজ তার চাচাতো ভাই জহুরুল ও তার সমর্থক মোক্তার হোসেনসহ বেশকিছু লোকজন দেশীয় অস্ত্র ফালা দিয়ে রাজ্জাককে হত্যা করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মেম্বর সজিব বিশ্বাস ওরফে সবুজের (৩৫) চাচাতো ভাই জহুরুল বিশ্বাসের (৩৭) নিকট থেকে সুদের উপর ২০ হাজার টাকা নিয়েছিল সাবেক মেম্বর জাবেদ আলী বিশ্বাস। সেই টাকার জেরে সুদের ব্যবসায়ী জহুরুল বিশ্বাস বর্তমান মেম্বরসহ লোকজন নিয়ে জাবেদ আলীর বাড়িতে যান। এসময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়। পরে মেম্বর সবুজ, জহুরুল, মোক্তারসহ বেশকিছু লোকজন মসজিদের সামনে সাবেক মেম্বরের ভাতিজা রাজ্জাকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে চলে যায়। স্বজনরা আহত রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসামীপক্ষের লোকজন হামলা, মামলা ও লুটপাটের ভয়ে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছেন অন্যত্রে। এলকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার রেখেছেন। ঘটনায় জড়িত সন্দেহে বর্তমান মেম্বর সবুজের স্ত্রী পলি খাতুন সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, টাকা পয়সা নিয়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। ঘটনায় জড়িত সন্দেহে মেম্বারের স্ত্রীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।