মোঃ ওবায়দুর ইসলাম।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের হাজার-হাজার মানুষজনের দুর্ভোগ এড়াতে জিকে খালের উপর নির্মিত ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে পারাপারের জন্য তৈরী করা হচ্ছে বাঁশের সাঁকো।
এলাকাবাসী নিজ উদ্যোগ এই কাজটি করছেন।
জানা যায়, এই এলাকার হাজার হাজার মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য এই ব্রীজটি নির্মিত হয়েছিল।
সেই ব্রীজটি ভেঙ্গে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পরে আছে, করা হচ্ছে না পূর্ণ-নির্মান বা সংস্কার।
ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়েও পাননি কোন সারা।
তাই নিজ উদ্যোগে ব্রীজটির উপর বাঁশের সাঁকো নির্মান করছেন এলাকাবাসী।