Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

হানিফ ফ্লাইওভারে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করতেন তারা

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপর চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতাররা হলেন- মুন্না খন্দকার (১৯), মো. আলাউদ্দিন (২১), মাহাবুবুর রহমান (৩০), সজিব (২০), রাব্বি শেখ (২২), মো. জুয়েল (২৪), লালন সরকার (২৮), মো. বিল্লাল (২০), রিপন শেখ (৩০) ও ওয়াসিম (৪০)।

রোববার (১৬ জানুয়ারি) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারের ওপর একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে ট্রাক, পিকআপ, ড্রাইভার ও বিভিন্ন গাড়ির ড্রাইভারদের কাছ থেকে অবৈধ টোল আদায়ের রসিদ ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। চাঁদা দিতে রাজি না হলে তারা জনগণকে জীবননাশের হুমকিধমকি দিতে ও তাদের অত্যাচারে সাধারণ গাড়ির চালকদের জীবন অতিষ্ঠ ছিল বলে তথ্য পাওয়া যায়।

ওই তথ্যের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নিতে র‌্যাব-৩ এর একটি দল হানিফ ফ্লাইওভারের ওপর একটি বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৭ হাজার ১৭ টাকা, একটি লেজার রশ্মির লাইট ও দুটি অন্যান্য লাইট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ঢাকার যাত্রাবাড়ী এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে চাঁদা আদায় করে আসছেন বলে স্বীকার করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইবিতে এরা ছিলো অপ্রতিরোধ্য
পঞ্চগড়ে ভীনদেশী ফুল টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা : যেন একখণ্ড নেদারল্যান্ড
ডিমলায় ইমাম মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলার সমৃদ্ধি’র ভবিষ্যৎ নিয়ে ‘অনিশ্চয়তা’
জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
৭৪৯ জনকে চাকরি দেবে বিমান বাংলাদেশ

আরও খবর