Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৮ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২১.৯৬°সে

ময়মনসিংহ বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিত ঘোষণা করেন জেলা মটর মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, যোগাযোগ সচিবের অনুরোধে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার সঙ্গে আলোচনা সাপেক্ষে ধর্মঘট স্থগিত করা হয়েছে। ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সোমনাথ সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২ জানুয়ারি সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়। পরে শনিবার (১৫ জানুয়ারি) ওই ঘোষণা কার্যকরের ঘোষণা দেন মোটর মালিক সমিতির নেতারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
ক্লাস বর্জন করে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন
বগুড়ার সেই তুফান সরকার জামিনে মুক্ত
হিলি সীমান্ত থেকে দুই মাদরাসাছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আইনজীবী, গ্রেফতারি পরোয়ানা

আরও খবর