Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৩.৯৬°সে

ময়মনসিংহ বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

যোগাযোগ সচিব নজরুল ইসলামের আশ্বাসের পর ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিত ঘোষণা করেন জেলা মটর মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, যোগাযোগ সচিবের অনুরোধে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার সঙ্গে আলোচনা সাপেক্ষে ধর্মঘট স্থগিত করা হয়েছে। ২৬ জানুয়ারি এ বিষয়ে আলোচনা করা হবে।

সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা মোটর মালিক সমিতির সোমনাথ সাহা প্রমুখ।

উল্লেখ্য, ২ জানুয়ারি সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার কাজ দ্রুত শেষ না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়। পরে শনিবার (১৫ জানুয়ারি) ওই ঘোষণা কার্যকরের ঘোষণা দেন মোটর মালিক সমিতির নেতারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন
ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক

আরও খবর