টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। দিনের শুরুতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। সকালের দিকে কিছু ভোটার কেন্দ্রে আসেন।
সরেজমিনে উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম।
বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, মাঝে মাঝে ভোটাররা কেন্দ্রে আসছেন। ওই সময় পর্যন্ত ওই কেন্দ্রে ৩ হাজার ২০১ জন ভোটারের মধ্যে দুই শতাধিক ভোট কাস্ট হয়েছে।
ভোট দিতে আসা কুলসুম বেগম, রুনু আক্তার, খাদিজা আক্তার জানান, মেশিনে ভোট দিতে গিয়ে প্রথমে ভয় কাজ করছিলো। তবে ভোট দেয়ার পর বুঝতে পারলাম বিষয়টি খুবই সহজ। সময়ও খুব কম লাগে।
আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ডেকোরেটর ব্যবসায়ী বলেন, মেশিনে ভোট দেওয়া এতো সহজ, মনে হয় বারবার ভোট দেই।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. সুলতান উদ্দিন জানান, এই কেন্দ্রসহ উপজেলার সবগুলো কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাররা ইভিএমে ভোট দিচ্ছেন। বিষয়টি ভোটাররা খুবই সুন্দরভাবে গ্রহণ করেছেন।
আলহাজ শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল আলম বলেন, উপস্থিতি কম হলেও খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এই কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ৩ হাজার ১১৪ জন ভোটারের মধ্যে ৮৮৮ জন ভোটার ভোট দিয়েছেন।
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়। বিরতীহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে।
উপনির্বাচনে ১২১টি ভোট কেন্দ্র রয়েছে। এতে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ ও নারী ভোটর রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। ভোটারদের মধ্যে পাঁচজন হিজড়া ভোটার রয়েছেন।