বগুড়ায় তিন বছর আগে ছাত্রী ধর্ষণ এবং ওই মেয়ে ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান আসামি তুফান সরকার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বগুড়া কারাগার থেকে বের হন তিনি।
এর আগে একাধিক মামলায় জামিন হলেও ভিন্ন মামলায় শোনঅ্যারেস্টে থাকার কারণে তার মুক্তি মেলেনি।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বগুড়া কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, গত ১০ জানুয়ারি তুফান সরকারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে কারাগার থেকে সে মুক্তি পায়।