Header Border

ঢাকা, বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে
শিরোনাম :
ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা দায়ে কুষ্টিয়ার যুবকের মৃত্যুদন্ড কুষ্টিয়া কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ৬ মামলায় আটক ৮১ তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক আজ থেকে শুরু ৩ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরণোৎসব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টি লোকেশন পারফরমেন্স

ক্লাস বর্জন করে ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন

নয় দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস ও অধ্যক্ষের রুমের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা, ক্যাম্পাস থেকে বাণিজ্যিক ব্যানার অপসারণ, লেডিস হোস্টেলের নামকরণ, বয়েজ হোস্টেলের সব হলের ইলেকট্রিক্যাল বোর্ড স্থাপন, বয়েজ হোস্টেলের নতুন ভবনের নামকরণ, কলেজ ক্যান্টিন ও হোস্টেল ক্যান্টিন ডেকোরেশন, লেডিস হোস্টেলের ক্যান্টিন সংস্কার, হোস্টেলের রিডিং রুম সুসজ্জিত করা এবং স্পোর্টস উইক (এক্সুয়াল) আয়োজন করা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে নিরাপত্তাসহ নানা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। তাই আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। কিছুদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক ব্যানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক। এসব ব্যানার অপসারণেরও দাবি তোলা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই ক্লাস বর্জন করে আন্দোলনে নেমিছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া বিনতে রহিম বলেন, ‘ক্যাম্পাসটি আমাদের কাছে বাড়ির মতো। কিন্তু সেখানে আমরা নিজেদের ইচ্ছামতো চলতে পারি না। সন্ধ্যা হলেই বহিরাগতরা আড্ডায় মেতে ওঠে। হোস্টেল ও কলেজের ক্যান্টিনের খাবারগুলো মানসম্মত না। আমরা আশা করছি, প্রশাসন সমস্যাগুলো দ্রুত সমাধান করবে।’

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘শিক্ষার্থীরা যেসব দাবিতে হঠাৎ করে আন্দোলনে নেমেছে তা আগে কোনোদিন বলেনি। বহিরাগত বলতে আমার, আপনার এবং শিক্ষার্থীদের স্বজনরাই আসে। তারপরও যেহেতু ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাই তাদের সব দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিমলায় ভিক্ষুক পুনবার্সনের লক্ষ্যে উপকরন বিতরন
ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
তিস্তার ভূ-উপরিস্থ পানি সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক
আজ থেকে শুরু ৩ দিন ব্যাপি বাউল সম্রাট লালন স্মরণোৎসব

আরও খবর