Header Border

ঢাকা, শনিবার, ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

সিএমএসএফে ব্যাংকগুলো কত টাকা দিয়েছে জানতে চিঠি

পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) তালিকাভুক্ত ব্যাংকগুলো কী পরিমাণ অবণ্টিত (আন-ডিস্ট্রিবিউটেড) এবং অদাবিকৃত (আন-কেলেইমড) লভ্যাংশ হস্তান্তর করেছে, সেই তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত সব ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের কাছে জানতে চেয়েছে, গত নভেম্বর পর্যন্ত অবণ্টিত এবং অদাবিকৃত নগদ ও বোনাস লভ্যাংশ সিএমএসএফ নামের তহবিলে হস্তান্তর করেছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে এ তথ্য জানাতে হবে।

সিএমএসএফ ফান্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আন-ডিস্ট্রিবিউটেড এবং আন-কেলেইমড লভ্যাংশ নিয়ে গঠিত একটি বিশেষ তহবিল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ তহবিল গঠন করেছে। পুঁজিবাজারে দরপতন হলে তা ঠেকাতে তহবিল থেকে বিনিয়োগ করে স্থিতিশীল করতে হবে।

তবে এ তহবিলে আন-ডিস্ট্রিবিউটেড লভ্যাংশ হস্তান্তর করতে আপত্তি না থাকলেও আন-কেলেইমড বা অদাবিকৃত নগদ লভ্যাংশ হস্তান্তরে আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ অর্থ ব্যাংকের আমানত। এ অর্থ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ছাড়া কারো কাছে হস্তান্তরের সুযোগ নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নওগাঁয় বেড়েছে সরিষা চাষ
ব্যাংকগুলোকে রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধির খবর প্রচারের পরামর্শ
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
নেপালে ইলেকট্রিক কেটলি রপ্তানি শুরু করেছে ভিশন
শুরুতে নিম্নমুখী সূচক, লেনদেনে ধীরগতি
নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আরও খবর